E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক কাজলের হাতকড়া জেল, অনলাইন প্রেস ইউনিটির নিন্দা

২০২০ মে ০৩ ২৩:০৫:৪৫
মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক কাজলের হাতকড়া জেল, অনলাইন প্রেস ইউনিটির নিন্দা

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তি না হওয়ায় অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূর নবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এক যুক্ত বিবৃতিতে নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ৩ মে সারাবিশ্বে করোনাকালের ধারাবাহিকতায় বাংলাদেশে সাংবাদিক ও সংবাদপত্রের জন্য গুরুত্ববহ এই দিনটি পালিত না হলেও দিবসটিকে কেন্দ্র করে লেখালেখি অব্যাহত ছবাহত। কিন্তু আজকের এইদিনে জাতির বিবেক হিসেবে খ্যাত সাংবাদিককে হ্যান্ডকাপ পরিয়ে অপরাধীর মত করে জাতির সামনে বিশ্বের সামনে উপস্থাপন শুধু গর্হিত কাজই নয়; অন্যায়ও। আর এই অন্যায়ের সাথে জড়িতদের বিচারের পাশাপাশি সকল মিথ্যে-বানোয়াট মামলা থেকে অব্যহতি দিয়ে অনতিবিলম্বে সাংবাদিক কাজলকে মুক্তি দেয়ার দাবী জানাচ্ছি। তা না হলে লকডাউন ভেঙ্গে আন্দোলনে নামতে বাধ্য হবে বাংলাদেশের অনলাইন-প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদযোদ্ধারা। একই সাথে আলোকিত বাংলাদেশ, এসএ টিভি সহ গণমাধ্যমের ছাটাইকৃত সংবাদযোদ্ধাদেরকে চাকুরিতে বহাল করার দাবী জানাচ্ছি।

(ওএস/পিএস/০৩ মে, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test