E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিনদিনের ব্যবধানে আরেক কর্মকর্তাকে অপসারণ করলেন মেয়র তাপস

২০২০ মে ২০ ২২:১২:৩৫
তিনদিনের ব্যবধানে আরেক কর্মকর্তাকে অপসারণ করলেন মেয়র তাপস

স্টাফ রিপোর্টার : এবার চাকরিচ্যুত হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আরেক কর্মকর্তা। চাকরি হারানো এ কর্মকর্তা হলেন- ডিএসসিসির রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খান।

এর আগে ডিএসসিসির দায়িত্ব নেয়ার পরদিন প্রথম অফিসিয়াল দায়িত্ব পালনের দিনই রবিবার (১৭ মে) প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে অপসারণ করছিলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২০ মে) মেয়র ব্যারিস্টার তাপস এবং ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ডিএসসিসির রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ডিএসসিসির স্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন।

এর আগে গত রবিবার ডিএসসিসির প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন- ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।

দায়িত্বগ্রহণের পর অফিসের প্রথম দিনেই রোববার (১৭ মে) দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিয়েছিলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরই ধারাবাহিকতায় আজকের অফিস আদেশের মাধ্যমে ডিএসসিসির এ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

(ওএস/এসপি/মে ২০, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test