E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ১৯ পুরুষ, ৮ নারী ও ৩ শিশুর মরদেহ উদ্ধার

২০২০ জুন ২৯ ১৮:১২:০০
বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ১৯ পুরুষ, ৮ নারী ও ৩ শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সদরঘাটে লঞ্চডুবির ঘটনায় বাড়ছে লাশের মিছিল। পানির তলদেশ থেকে একের পর এক নিষ্প্রাণ দেহ উদ্ধার করে আনছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৩০ জনের মরদেহ।

মরদেহের মধ্যে পুরুষ ১৯ জন, নারী আট এবং তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এদিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ, বিআইডব্লিউটিএ, নেভি এবং র‍্যাব।

এর আগে রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের লঞ্চটি সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ডুবে যায়।

লঞ্চডুবির ঘটনার পরপরই নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছিল বলে জানা গেছে। তবে বিকেল হলেও এখনও ঘটনাস্থলে এসে পৌঁছেনি জাহাজটি। উদ্ধারকারী এ জাহাজটি ঘটনাস্থলে আসার পথে পোস্তগোলা ব্রিজের নিচে আটকে গেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, নদীর পানির উচ্চতা বেশি হওয়ায় জাহাজটি আসতে পারছে না। উদ্ধারকারী জাহাজ এখনও ঘটনাস্থলে না পৌঁছতে পারায় সনাতন পদ্ধতিতে উদ্ধার কার্যক্রম চলমান।

এর আগে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

(ওএস/এসপি/জুন ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test