E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন

২০২০ জুলাই ২২ ১৬:৫৪:১৬
৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন

স্টাফ রিপোর্টার : চলতি অর্থবছরে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করছে সরকার। এছাড়া এক লাখ ৮০ হাজার মেট্রিক টন এমওপি সারও আমদানি করা হবে। সব মিলে সাত লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আর এসব সার আমদানিতে সরকারের ব্যয় হবে প্রায় এক হাজার ৩৫৭ কোটি টাকা।

বুধবার (২২ জুলাই) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম জুম প্লাটফর্মের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের চুক্তিবদ্ধ সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে দেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, এর মধ্যে ৫৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব সভায় অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া প্রতিমাসে কমপক্ষে দুটি করে আরও ১৭টি লটে বাকি সার আমদানি করা হবে।

মোট সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ইউরিয়া সার নিরবচ্ছিন্নভাবে আমদানির লক্ষ্যে লট ভিত্তিক মূল্য ৫০ কোটি টাকার ঊর্ধ্বে গেলেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আলাদা আলাদা অনুমোদনের পরিবর্তে বিশেষ বিবেচনায় এ বছরের অন্য সব লটের অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে দিয়েছে। এ ক্ষেত্রে সাড়ে পাঁচ লাখ টন সার আমদানিতে সরকারের মোট খরচ পড়বে আনুমানিক এক হাজার ১২ কোটি টাকা।

অতিরিক্ত সচিব জানান, সভায় রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্সিয়াল করপোরেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এ প্রস্তাবের আওতায় ৩৪৫ কোটি টাকা ব্যয়ে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন সার সরবরাহ করবে কানাডিয়ান কমার্সিয়াল করপোরেশন।

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় ‘প্রোকিউরমেন্ট অব ইকুইপমেন্ট ফর ইমপ্লিমেনটেশন অব প্রি-ভোকাশিয়াল অ্যান্ড ভোকাশিয়াল প্রোগ্রাম সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। ৯৬ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে জয়েন্ট ভেঞ্চারে এসব পণ্য সরবরাহের কাজ পেয়েছে ফ্লোরা টেলিকম লিমিটেড।

নাসিমা বেগম জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার ৭৬৯ কোটি টাকার তেল আমদানি করবে সরকার। সভায় এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে এসব জ্বালানি তেল আমাদিন করা হবে।

(ওএস/এসপি/জুলাই ২২, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test