E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী

২০২০ জুলাই ২৩ ১৫:৪৩:০৭
বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : যারা বন্যার সঙ্গে পরিচিত নয় জাতিসংঘের পূর্বাভাস তাদের জন্য সহায়ক জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি ভিডিও কনফারেন্সে ভারতীয় হাইকমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারীতে আলিপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন নির্মাণ উদ্বোধন করেন।

জাতিসংঘ আশঙ্কা করছে এ বছর সারা বিশ্বে বন্যা দীর্ঘায়িত হবে। আমাদের প্রস্তুতি কেমন জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বন্যা নিয়ে বসবাস করি। বন্যাকে কিভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশের মানুষ সেটি জানে। বন্যা আমাদের নিত্য সঙ্গী। জাতিসংঘের পূর্বাভাস যারা বন্যার সঙ্গে পরিচিত নয় তাদের জন্য সহায়ক। কিন্তু বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই। আমরা বন্যার সাথে বসবাস করি কিভাবে মোকাবেলা করতে হয় সেটাও আমরা জানি এবং আমাদের কাছ থেকে অনেকে শিখতে পারে।’

দুর্যোগ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ- মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয় জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রতিনিয়তই একই ধরনের কথা বলেন। একই বাঁশি বহুদিন ধরে বাজাচ্ছেন। আর একই ঢোলের আওয়াজ আমরা তার মুখ থেকে দীর্ঘদিন ধরে শুনে আসছি। কিন্তু বাস্তবতা হচ্ছে করোনায় মৃত্যুর হার পৃথিবীর যে কয়টি দেশে কম তাদের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। এমনকি ভারত-পাকিস্তানের থেকেও বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কম। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে।’

তিনি বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন ক্ষমতায় ছিল তখন তারা সঠিকভাবে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারেনি। সে ব্যর্থতা আমরা বারং বার দেখেছি।’

এরআগে ভিডিওকনফারেন্সে ভারতীয় হাইকমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারীতে আলিপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘ভারত সরকারকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এ ধরনের একটি প্রকল্প হাতে নিয়ে হাটহাজারীতে আলিপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন নির্মাণ করার জন্য। উভয় দেশের সম্পর্ক অকৃত্রিম ও ঐতিহাসিক। ভারত সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অব্যাহতভাবে সহায়তা করে গেছে।’

এ সময় অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

(ওএস/এসপি/জুলাই ২৩, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test