E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি

২০২০ আগস্ট ০৫ ১৫:১৪:৩৪
ইসিতে আয়-ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি

স্টাফ রিপোর্টার : দেশের অন্যতম বৃহত্তম দল বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল তাদের আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়নি। ঈদের ছুটি থাকায় ৩ আগস্ট হিসাব জমা দেয়ার শেষ দিন ছিল। করোনার কারণ দেখিয়ে বিএনপিসহ পাঁচটি দল সময় বাড়ানোর অনুরোধ করেছে। এ কারণে হিসাব দেয়ার সময় বাড়ছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে জমা দিতে হয়। এবার ৩১ জুলাই ঈদের ছুটি শুরু হয়। তাই আইন অনুযায়ী ঈদের ছুটি শেষে ৩ আগস্ট হিসাব দেয়ার সময় পেরিয়ে গেছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সময়মত হিসাব জমা দেয়নি। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সময় মতো বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৪টি দল।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্টদের সময় বাড়ানোর আবেদনের ফাইল ইসির কাছে উপস্থাপন করা হবে। কমিশন মনে করলে সময় বাড়াবে। তবে বিগত সময়েও দলগুলোর আবেদনের কারণে ইসি সময় বাড়িয়েছিল। এবারেও প্রায় এক মাস সময় বাড়ানো হতে পারে।

জানা গেছে, জুলাইয়ের শুরুতে হিসাব জমা দেয়ার জন্য নিবন্ধিত ৪১ দলকে নির্বাচন কমিশন চিঠি দেয়।

রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮-এর ধারা ৯ (খ)তে বলা হয়েছে, প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে পূর্বের বছরের সংশ্লিষ্ট দলের আর্থিক লেনদেন একটি রেজিস্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম দিয়ে অডিট করিয়ে সেই রিপোর্টের একটি কপি নির্বাচন কমিশনে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর কমিশনে তথ্য প্রদানে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test