E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মশা নিধনে ডিএসসিসি'র ৮ম দিনের অভিযান : জরিমানা ৮৭ হাজার

২০২০ আগস্ট ২৫ ২০:১০:০৬
মশা নিধনে ডিএসসিসি'র ৮ম দিনের অভিযান : জরিমানা ৮৭ হাজার

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে চিরুনি অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত ৮ম দিনের অভিযানে মোট ১১২টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৫টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৫টি মামলা ও ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএসসিসির ৩টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এ ১৭ নং ওয়ার্ডের কলাবাগান এলাকা, অঞ্চল-২ এ ৬ নং ওয়ার্ডের মুগদা এলাকা এবং অঞ্চল-৪ এ নবাবপুর ও বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৪ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ ৩৪টি স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৪টি মামলা দায়ের করেন ও ৮২ হাজার টাকা জরিমানা আদায় করেন। অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ ১১টি স্থাপনা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। এ সময় ১টি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। অভিযানকালে আদালত কোনো স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়নি।

একই সঙ্গে অঞ্চল-৪ এ ভ্রাম্যমাণ আদালত ৬৭টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত কোনো স্থাপনায় এডিস মশার প্রজননস্থল খুঁজে না পেলেও ২টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় স্থাপনা দুটির মালিকদেরকে সতর্ক করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৬ স্থাপনার মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন।

(ওএস/পি/আগস্ট ২৫, ২০২০ইং)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test