E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশে ফিরিয়ে আনতে জাতিসংঘের সহযোগিতা কামনা

২০১৪ আগস্ট ১৫ ১৯:৪৯:৩২
বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশে ফিরিয়ে আনতে জাতিসংঘের সহযোগিতা কামনা

গোপালগঞ্জ প্রতিনিধি : শোকাবহ পরিবেশে হাজারো বঙ্গবন্ধু প্রেমির শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলো বঙ্গবন্ধুর সমাধি সৌধ।  জাতীয় শোক দিবস উপলক্ষে কালো কাপড়ে মোড়ানো  তোরণ ও পতাকায় শোকাবহ টুঙ্গিপাড়া। গোপালগঞ্জে প্রবেশ করতেই চোখে পড়ে কালো কাপড়ের অসংখ্য তোরণ। জেলার প্রবেশ মুখ থেকে শুরু করে জাতির জনকের মাজার পর্যন্ত অসংখ্য কালো কাপড়ের তৈরী গেট নির্মাণ করা ছাড়াও রাস্তার দুই পাশে কালো ব্যানার দিয়ে শোকের আবহ সৃস্টি করা হয়েছে। মনে হবে যেন শুধু টুঙ্গিপাড়াই নয় সারা জেলাই কাঁদছে।

জাতির পিতার ৩৯-তম শাহাদাৎ বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় বঙ্গবন্ধু সমাধী সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী অনার গার্ড প্রদর্শন করেন। তখন বেজে ওঠে বিউগলের করুন সুর । এরপর প্রধানমন্ত্রী ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী অশ্রুসিক্ত নয়নে কিছু সময় বঙ্গবন্ধুর সমাধি সৌধের সামনে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে অবস্থান করেন এবং সেখান থেকে মিলাদ মাহফিলে অংশ নেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদরে স্পিকার শিরিন শারমীন চৌধুরী ও পরে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামীলীগ বঙ্গবন্ধু সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্য ও গবেষণা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোঃ খায়রুল আলম খান, লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, বাহাউদ্দিন নাসিম এমপি, জাহাঙ্গির কবির নানক এমপি, রোকসানা ইয়াছমিন ছুটি এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, বাবেল গোলন্দাজ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সাধারন সম্পাদক চৌধুরী এমদাদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হালিম, সাধারন সম্পাদক আবুল বশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ফুলে ফুলে ভোরে ওঠে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদি।
সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগ, জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিণ অতিথিরা অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারে সদস্যরা বঙ্গবন্ধু ভবনে বসে মিলাদ মাহফিলে অংশ নেন।
বেলা সোয়া ১১ টায় প্রধানমন্ত্রী মাজার কমপ্লেক্স ত্যাগ করার পরে সর্ব সাধারনের জন্য খুলে দেয়া হয়। এ সময় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মী ও বঙ্গবন্ধু ভক্তরা ফুলেল শ্রদ্ধা জানিয়ে জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করেন। ফুলে ফুলে ভোরে ওঠে বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া নেয়া হয় নিছিন্দ্র নিরাপত্তা। মাজার কমপ্লেক্সের প্রধান ফটকসহ তিনটি ফোটকেই বসানো হয় নিরাপত্তা বেষ্টনী। প্রতিটি ফটকেই ব্যাপক তল্লাশী চালানোর পর আমন্ত্রিতদের ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। এ সময় এসএসএফ, র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স নিরাপত্তার চাদরে ঢেকে দেয়।
এদিকে, টুঙ্গিপাড়ায় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমেরিকা ও কানাডা দৈত নীতি অবলম্বন করায় খুনিদের এতদিন দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় নাই। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশে ফিরিয়ে আনতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।
(এমএইচএম/এএস/আগস্ট ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test