E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগর পরিচ্ছন্নতায় সিটি কর্পোরেশনের পাশে থাকুন : সাহারা খাতুন

২০১৪ আগস্ট ১৬ ১৫:৩৪:৩২
নগর পরিচ্ছন্নতায় সিটি কর্পোরেশনের পাশে থাকুন : সাহারা খাতুন

স্টাফ রিপোর্টার : রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বসবাসের যোগ্য করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।

অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, এখানে বসবাসকারী প্রতিটি মানুষেরও। একটু সচেতন হলে আমরাই আমাদের নগরীকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আসুন, আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে ডিএনসিসি আয়োজিত ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান- ২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাহারা খাতুন বলেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বসবাসকারীদের আরো সচেতন হতে হবে।

শোকের মাসে পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের মধ্যে এটিও একটি কাজ। নগরীকে সুন্দর ও পরিষ্কার রাখলে বসবাসকারীরাও সুশৃঙ্খল জীবনযাপন করতে পারবে।

তিনি বলেন, সঠিক স্থানে ময়লা ফেলা এবং পরিচ্ছন্নতা বাস্তবায়নের জন্য মানুষের সচেতনতা বৃদ্ধির কাজ করতে হবে। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানান।

বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যাতে নগরবাসীর চলাচলে কোনো অসুবিধা না হয়। ‘নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, সুন্দর শহর গড়ি’ স্লোগানকে সামনে রেখে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০১৪’ এর কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এ সময় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা ও রাজধানীকে সুন্দর রাখার জন্য নগরবাসীকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফারুক জলীল।

এ সময় পরিচ্ছন্নতায় সচেতনতা বৃদ্ধির জন্য উত্তরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে উত্তরা ৪ নম্বর পার্ক পর্যন্ত একটি শোভাযাত্রা বের হয়।

বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযানের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ডিএনসিসি অঞ্চল-১ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহসীন।

ডিএনসিসি প্রশাসক মো. ফারুক জলীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অঞ্চল-১ এর প্রশাসনিক কর্মকর্তা মো. লুৎফর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, প্রধান প্রকৌশলী কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল ফিরোজ আহমেদ, নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম, সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা মো. এনায়েত হোসেন, আওয়ামী লীগের দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সভাপতি মো. মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

ডিএনসিসি অঞ্চল-১ এর মোট ৩০০ জন পরিচ্ছন্নতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/অাগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test