E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুদীপ্ত হত্যা : আদালত ভবনে আসামিদের ওপর হামলা

২০২০ অক্টোবর ১২ ১৩:২৮:০৯
সুদীপ্ত হত্যা : আদালত ভবনে আসামিদের ওপর হামলা

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম আদালত ভবনে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় জবানবন্দি দিতে আসা দুই আসামির ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে আদালত ভবনের এজলাস কক্ষের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, আদালত ভবনে দুই আসামির ওপর হামলার খবর পেয়েছি। তবে এখনো বিস্তারিত জানি না।

সূ্ত্র জানিয়েছে, আহতদের একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চমেক পুলিশ ফাঁড়ি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

২০১৭ সালের ৬ অক্টোবর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে।

গত মঙ্গলবার হত্যাকাণ্ডের তিন বছরপূর্তি হয়েছে। তবে চট্টগ্রামের আলোচিত এ হত্যা মামলায় তিন বছরেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।

মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে গোয়েন্দা বিভাগ এবং সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তবে চলতি মাসেই অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা।

সুদীপ্তকে খুন করার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ১৬ জনই জামিনে মুক্ত আছেন।

(ওএস/এসপি/অক্টোবর ১২, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test