E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির আন্দোলন নিয়ে আ.লীগ চিন্তিত নয় : নাসিম

২০১৪ আগস্ট ১৮ ১৩:১৭:০৩
বিএনপির আন্দোলন নিয়ে আ.লীগ চিন্তিত নয় : নাসিম

বরিশাল প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। তাদের এ ভুলের খেসারত এখন দিতে হচ্ছে। আর খালেদা জিয়া আন্দোলনের যে হুমকি দিচ্ছেন এতে আওয়ামী লীগ চিন্তিত নয়। কেননা তাদের সঙ্গে জনগণ নেই।

নগরীর আমানতগঞ্জে সোমবার সকাল সাড়ে ১০টায় ২০০ শয্যার শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, তার সরকার উন্নয়নে বিশ্বাসী। তাদের পরিকল্পনা প্রতিটি বিভাগে একটি করে শিশু হাসপাতাল নির্মাণ করা। যার ধারাবাহিকতায় প্রথম বরিশাল বিভাগে ২০ কোটি টাকা ব্যয়ে শিশু হাসপাতাল এবং পাঁচ কোটি টাকা ব্যয়ে পরিবার পরিকল্পনা অফিস কমপ্লেক্সের কার্যক্রম শুরু করা হল।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পিছিয়ে থাকা বরিশাল অঞ্চলে তিনি প্রভূত উন্নতি সাধন করবেন। এজন্য শেরবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আধুনিকায়নে কাজ করবেন। কেননা তার সরকারের চিন্তা হল দেশের মানুষের উন্নয় করা। আন্দোলন সংগ্রাম আর ভাঙচুর করে দেশকে পিছিয়ে দেওয়ার কার্যক্রম জনগণ পছন্দ করেন না বলে বিএনপির আন্দোলন ফলপ্রসূ হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, জেবুন্নেছা আফরোজ এমপি, পঙ্কজ নাথ এমপিসহ রাজনৈতিক ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

উদ্বোধন শেষে মন্ত্রী শেবাচিম হাসপাতাল পরিদর্শনে যান। দুপুরে তিনি সার্কিট হাউসে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে মেডিকেল কলেজ অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিবেন।

(ওএস/এইচআর/আগস্ট ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test