E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গান্ধী আশ্রম-উন্নয়ন বোর্ড আইন অনুমোদন

২০২০ নভেম্বর ০২ ১৮:১৯:৩০
গান্ধী আশ্রম-উন্নয়ন বোর্ড আইন অনুমোদন

স্টাফ রিপোর্টার : ‘গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) আইন, ২০২০’ এবং ‘উন্নয়ন বোর্ড আইনসমূহ (বিলুপ্তকরণ) আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় প্রান্ত থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এতে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সামরিক শাসনামলের ‘দ্য গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টি অর্ডিন্যান্স-১৯৭৫’ করে বাংলায় নতুন আইন করে নিয়ে আসা হয়েছে। নতুন করে কোনো বিধান এরমধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

আইনের উল্লেখযোগ্য দিক নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গান্ধী ট্রাস্টি একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। আইনের বিধানাবলি অনুযায়ী স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর বোর্ডের কাছে থাকবে। সরকার একজন চেয়ারম্যান নিয়োগ দেবেন এবং ছয়জন ট্রাস্টি মিলে সাতজনের বোর্ড হবে।

আনোয়ারুল ইসলাম জানান, এ বোর্ড জনগণকে শান্তি ও সম্প্রতিতে জীবন-যাপন, সাবলম্বী করতে সক্ষম করে এমন প্রশিক্ষণ দেবে, সুতাকাটা, বুনন, মৎস্য চাষ, কুঠির শিল্প প্রতিষ্ঠান, বিধবা-এতিম-দুস্থদের জন্য বাসস্থান নির্মাণ এসব কাজের মধ্যে কার্যাবলি সীমাবদ্ধ থাকবে।
বোর্ডের একটি তহবিল থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারসহ অন্যান্য উৎস থেকে তারা তহবিল সংগ্রহ করবে।

‘উন্নয়ন বোর্ড আইনসমূহ (বিলুপ্তকরণ) আইন, ২০২০’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দ্য ডেভেলপমেন্ট বোর্ড ল’স অর্ডিন্যান্স-১৯৭৬’ অনুযায়ী ডিভিশনাল ডেভেলপমেন্ট বোর্ড, জেলা ডেভেপমেন্ট বোর্ড, হাওর ডেভেলপমেন্ট বোর্ড ইত্যাদি থাকবে না। এটা বাংলায় নিয়ে আসা হয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ০২, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test