E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতা থেকে বঞ্চিত করবেন না : আবীর আহাদ

২০২০ নভেম্বর ১৩ ১১:৪৫:৩৯
মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতা থেকে বঞ্চিত করবেন না : আবীর আহাদ

স্টাফ রিপোর্টার : একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ মৃত মুক্তিযোদ্ধারা বিজয় দিবস উৎসব ভাতা পান না বলে যে অভিযোগ উঠেছে তাতে বিস্ময় প্রকাশ করে বলেছেন, যেখানে মুক্তিযোদ্ধা তালিকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা, এমনকি রাজাকাররাও মুক্তিযোদ্ধা বনে গিয়ে মাসিক ভাতা, অন্যান্যসহ বিজয় দিবস উৎসব ভাতা পাচ্ছেন, সেখানে মৃত মুক্তিযোদ্ধারা উৎসব ভাতা পাবেন  না----এটা একটা নিষ্ঠুর তামাশা ও অমানবিক আচরণ ছাড়া আর কিছু নয় ! এসব বন্ধ করুন । মৃত মুক্তিযোদ্ধার পরিবারেরও উৎসব ভাতা পাওয়ার অধিকার রয়েছে । বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিশ্চয়ই এ-বিষয়টি খতিয়ে দেখবেন ।

আজ এক বিবৃতিতে আবীর আহাদ বলেন, মুক্তিযোদ্ধা জীবিত ও মৃত বলতে কিছু থাকতে পারে না । মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই । আজ যদি মৃত মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা দেয়া না হয়, তাহলে কাল মৃত বলে কি তাদের মাসিক ভাতাটিও বন্ধ করে দেয়া হবে ? জীবিত ও মৃতের মধ্যে বিভাজন সৃষ্টি করে যারা মুক্তিযোদ্ধাদের প্রতি একধরনের নির্দয় অবজ্ঞা প্রদর্শন করছেন, তারা কি একবারও ভেবে দেখেছেন তারা কা'দের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন ? এরা সেই বীর মুক্তিযোদ্ধা-----যাদের শৌর্য ত্যাগ রক্ত ও বীরত্বে অর্জিত স্বাধীন দেশের আলো-বাতাসে জীবন নিয়ে জীবনে যিনি যা হতেই পারতেন না, তিনি তা-ই হয়েছেন এবং হবেন ! অথচ সে-ই তারাই অকৃতজ্ঞের মতো সভ্যতা ভব্যতা ও মানবতার মাথা খেয়ে মুক্তিযোদ্ধাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন ! এটা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না ।

আবীর আহাদ বলেন, আমি বহু আগে থেকেই বলে আসছি, মুক্তিযোদ্ধাদের জাতীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য তাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ মুক্তিযোদ্ধা তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের অপসারণ করুন । মুক্তিযোদ্ধাদের মর্যাদাহীন ও তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা রেখে প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করা হচ্ছে যা রাষ্ট্রদ্রোহিতা । ভুয়ারা বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদায় ভাগ বসিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করবে, অকারণে মুক্তিযোদ্ধাদের মর্যাদায় রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হবে ও প্রজাতন্ত্রের অর্থ লুটপাট করে খাবো-----তা তো হতে পারে না !

পরিশেষে আবীর আহাদ বলেন, মুক্তিযোদ্ধারা আর বেশিদিন পৃথিবীতে থাকবেন না । নানান গোঁজামিল, অসম্মান, অবহেলা ও নির্দয় আচরণ করে তাদের মনে আর ব্যথা দেবেন না । বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যে তামাশা ও অবজ্ঞা করা হচ্ছে, এসব কার্যক্রম নতুন প্রজন্ম হতাশার দৃষ্টিতে দেখছে । এসবের পরিণতিতে এ দেশের বিপদকালে কেউ আর কোনোদিন কোনো অবদান রাখতে চাইবে না । জাতির মধ্যে ত্যাগী ও বীরের জন্ম হবে না । অন্ধকার হয়ে যাবে জাতির ভবিষ্যত । এতটুকু বুঝ যাদের মনে দানা বাঁধে না, অথচ তারাই আজ দেশের মালিক-মোক্তার বনে গেছেন বলে তিনি চরম হতাশা ব্যক্ত করেছেন ।

(পিআর/এসপি/নভেম্বর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test