E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষার্থীদের ভিসা আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস

২০২০ নভেম্বর ১৩ ১৩:০৯:২৭
শিক্ষার্থীদের ভিসা আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের নতুন ভিসার আবেদন নিতে শুরু করছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। আগামী রোববার (১৫ তারিখ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস। করোনার কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে জানানো হয়, আবেদনকারীদের www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে এবং সংশ্লিষ্ট ভিসা ফি দেয়ার পর অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

অবশ্য যুক্তরাষ্ট্র দূতাবাস জীবন বা মৃত্যুর মতো অত্যন্ত জরুরি পরিস্থিতিতে আবেদনকারীদের জন্য জরুরি ভিসা সেবাদান কার্যক্রম সবসময়ের জন্য চালু রেখেছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে www.ustraveldocs.com লিংকে ক্লিক করে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে আগামী ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেয়া যাবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শিক্ষার্থী ভিসা নবায়নের জন্য আবেদনকারীদের স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী তাদের পুরনো বা একই শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া অব্যাহত রাখতে চান তাদের সাক্ষাৎকার ছাড়াই ভিসা নবায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এছাড়া এফ২ ভিসার অধীনে স্বামী/স্ত্রী ও তাদের ২১ বছরের কম বয়সী সন্তানের ভিসা নবায়নের আবেদনও নেয়া হচ্ছে।

(ওএস/এসপি/নভেম্বর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test