E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ম্যারাডোনা ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধানমন্ত্রী

২০২০ নভেম্বর ২৬ ১২:০৫:০০
ম্যারাডোনা ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং তার ক্রীড়া নৈপুণ্য ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা ।

(ওএস/এসপি/নভেম্বর ২৬, ২০২০)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test