E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

২০২০ ডিসেম্বর ০৪ ২৩:২৬:২৮
বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৫ তম রিক্রুট সৈনিকদের (নারী ও পুরুষ) মৌলিক প্রশিক্ষণের সমাপনী আগামী শনিবার (৫ ডিসেম্বর)। চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) এ সমাপনী অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০ টায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন। এছাড়া আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য সমাপনীতে বক্তব্য দেবেন। এ সময় নতুন নিয়োগপ্রাপ্ত ২০০ নারীসহ প্রায় ২ হাজার ৫০০ জন সদস্য শপথ গ্রহণ করবেন।

এরই মধ্যে কুচকাওয়াজ অনুষ্ঠানের সব কার্যক্রম শেষ করা হয়েছে। অনুষ্ঠানস্থল বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test