E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাতা বাড়ল ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীদের

২০১৪ আগস্ট ২০ ১৮:১১:৩৮
ভাতা বাড়ল ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীদের

স্টাফ রিপোর্টার : ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাড়ানো হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হযেছে।

ভাতা বৃদ্ধি পর প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এক হাজার টাকা, প্রসিকিউশন কর্মকর্তা ৫০০ টাকা, পেশকার ৪০০ টাকা এবং এমএলএসএস ৩০০ টাকা সম্মানী পাবেন।

এর আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ৮০০ টাকা, প্রসিকিউশন কর্মকর্তা ৪০০ টাকা, পেশকার ২৫০ টাকা এবং এমএলএসএস ১৬০ টাকা করে সম্মানী ভাতা পেতেন। সর্বশেষ গত বছরের ২৪ জুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীদের ভাতা বাড়ানো হয়।

ঝুঁকিভাতা প্রাপ্ত কোন কর্মকর্তা/কর্মচারীর অনুকূলে এ সম্মানী বৃদ্ধির হার প্রযোজ্য হবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট একদিনে একাধিক আইনে একের অধিক মামলা আমলে নিলেও তা একটি মোবাইল কোর্ট বিবেচিত হবে বলেও পরিপত্রে বলা হয়েছে।

(ওএস/এটিআর/আগস্ট ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test