E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধানমন্ডিতে জাল সনদ তৈরি চক্রের সদস্য গ্রেফতার

২০২১ জানুয়ারি ২১ ১৫:৫২:৫১
ধানমন্ডিতে জাল সনদ তৈরি চক্রের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডি থানা থেকে বিআরটিএ’র নামে জাল ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন জাল সনদপত্র তৈরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

এসময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) থেকে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্সের জাল কাগজপত্র, নকলসিল, জাল লাইসেন্স তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল বুধবার দিনগত রাতে অভিযান পরিচালনা করে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ নুরুল আলম (৪৫)কে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে জানায়, সে বিআরটিএ থেকে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ইঞ্জিন পরিবর্তনের আবেদন তৈরি, লাইসেন্সের মালিকানা পরিবর্তন, অথরিটি স্থানান্তর করে দেওয়াসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি জানায়, মোটরসাইকেল রেজিষ্টেশন করতে ১৮,০০০/- টাকা, প্রাইভেটকার লাইসেন্স করতে ১ লক্ষ ৩৫ হাজার টাকা, রুটপারমিট-২,০০০/- টাকা, ফিটনেস প্রদান করতে ২,০০০/- টাকাসহ কারো লাইসেন্স হারিয়ে গেলে সে লাইসেন্স নতুন করে তৈরি করে দেওয়ার কথা বলে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিত।

নুরুল আলম আরো জানায়, বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বিভিন্ন জাল কাগজপত্র, লার্নার্স পেপার ইত্যাদি প্রদানের নাম করে সাধারণ জনগণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

(পিআর/এসপি/জানুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test