E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিসিকের নতুন মেয়রের প্রথম বাজেট কাল

২০১৪ আগস্ট ২৩ ১৪:৫৪:১০
সিসিকের নতুন মেয়রের প্রথম বাজেট কাল

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা হচ্ছে কাল। সিসিকের নতুর মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব নেয়ার পর এই প্রথম বাজেট ঘোষণা করবেন। বাজেট ঘোষণা উপলক্ষে সকাল ১১টায় নগরীর দরগাগেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক- এ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

নিয়মমাফিক প্রতি বছর বাজেট ঘোষণা হয়ে আসলেও এবারের বাজেটকে ঘিরে ব্যাপক কৌতুহল ও আগ্রহ তৈরি হয়েছে। সিটি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর রবিবার প্রথমবারের মতো সিলেট সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগর উন্নয়নের নতুন প্রতিশ্রুতি দিয়েই তিনি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে নগরবাসীর মন জয় করে নেন।

যানজটমুক্ত, পরিচ্ছন্ন নগরী উপহার দিতে তিনি এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। গত বছর নির্বাচিত হওয়ার পরও আরিফের শুরুতে দায়িত্ব গ্রহণ নান জটিলতায় আটকে থাকে। এ অবস্থায় গত অর্থবছরের বাজেট অনির্বাচিত প্রতিনিধির মাধ্যমে অনেকটা নীরবেই ঘোষিত হয়। তবে এক বছরে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।

৫ জানুয়ারির নির্বাচনে আবারো সাংসদ মনোনীত হয়ে ক্ষমতায় এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টানা দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের কারণে সিলেটের উন্নয়নে দৃশ্যমান কাজ করার তাগিদ রয়েছে তার মধ্যেও। নতুন মেয়রের কাজ দেখানোর পরিকল্পনা এবং স্থানীয় সাংসদের তাগিদ মিলেমিশে এবার একটি কার্যকর বাজেটই আশা করছেন নগরবাসী।

স্থানীয় সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজনৈতিকভাবে বিপরীত দলের হওয়ার পরও আরিফের কর্মকা-ে হেরফের হয়নি। যদিও ফুটপাত মুক্তকরণের ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তোলেন। তবে ছড়া ও খাল উদ্ধার করা এবং নগরীর বিভিন্ন স্থানে সড়ক প্রশস্তকরণে তিনি নিজের তৎপরতার নজির রেখেছেন। অর্থমন্ত্রীর সাথে তার হৃদ্যতার বিষয়টিও বেশ আলোচিত।

এর আগে বিএনপি সরকারের আমলে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের দায়িত্ব পালনকালে স্থানীয় সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের সাথে তার রাজনৈতিক দুরত্বের কারণে সিলেটের উন্নয়নে তিনি বিশেষ কাজ করতে পারেননি বলে অভিযোগ আছে। নগর কর্তৃপক্ষকে পাস কাটিয়ে পৃথক প্রকল্প করে তখন সিলেটের উন্নয়ন প্রকল্প পরিচালিত হতে থাকে। আর এ প্রকল্পে দায়িত্ব পান তৎকালীন কাউন্সিলর ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

নগর কর্তৃপক্ষের বাইরে আরেকটি নগর কর্তৃপক্ষ গড়ে ওঠে সে সময়। ফলে ওই সময় নগর উন্নয়নে বেশ কিছু কাজ হলেও তার কৃতিত্ব পাননি বদর উদ্দিন আহমদ কামরান। আর সেই প্রকল্পে কাজ করেই প্রথম আলোচনায় আসেন আরিফুলক হক চৌধুরী।

তবে এখন পরিস্থিতি পুরো পাল্টে গেছে। বিপরীত রাজনৈতিক চেতনার হলেও স্থানীয় সাংসদ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নতুন মেয়রের প্রতি। পুরনো প্রকল্পগুলোর সাথে ইতোমধ্যেই নতুন অনেক প্রকল্প শুরু হয়েছে। তবে প্রথমবারের মতো ঘোষিত বাজেটে তার প্রতিফলন কতটা পড়ছে তা এখন দেখার বিষয়।

দায়িত্ব গ্রহণের পর অনেক চমকপ্রদ কাজ শুরু করেন নতুন মেয়র আরিফুল হক চৌধুরী। তার কয়েকটিতে তিনি সফল হলেও বেশিরভাগ কাজই মধ্যখানে থমকে গেছে। উল্লেখযোগ্য কাজের মধ্যে নগরবাসীর বিশুদ্ধ পানীয়জলের নিশ্চয়তা দিতে নতুন মেয়রের নেতৃত্বে কাজ শুরু হয়েছে। হকারদের পুনর্বাসনের বিষয়টিতে জোর দিতে গিয়েই নানা কারণে পিছিয়ে আসতে হয়েছে নতুন মেয়রকে।

সিটি করপোরেশনের অধীনে থাকা লালদিঘি ও হাসান মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট সংস্কার করার ব্যাপারটিতে হাত দিতে গিয়েও ব্যর্থ হতে হয়েছেন নতুন মেয়র। নতুন বাজেটে এ বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

নতুন বাজেটের কিছুদিন আগে থেকেই নগরীতে শুরু হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। গুরত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ভাস্কর্যের মাধ্যমে সিলেটের বিখ্যাত দিকগুলো তুলে ধরা চেষ্টা করা হচ্ছে। যদিও অভিযোগ আছে এসব সৌন্দর্য বর্ধনের কাজ অপরিকল্পিতভাবে করা হচ্ছে।

বাজেটের বিষয়ে কথা বলতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

(ওএস/এটিআর/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test