E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টিকা কিনতে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

২০২১ ফেব্রুয়ারি ২৩ ১৮:০৪:৪৭
টিকা কিনতে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস টিকা কেনার জন্য ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহান প্রকাশ।

পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রসংশা করেছেন মনমোহন প্রকাশ। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে টিকানকার্যক্রম পরিচালনা করছে বলেও জানিয়েছেন তিনি।

করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সকল অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপোযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন মনমোহন প্রকাশ। তিনি জানান, সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে আর্থিক কর্মকাণ্ড খুলে দেয়ায় জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তার সরকার ঢাকা-বরিশাল-পটুয়াখালী রেললাইন নির্মাণকাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

পরে এডিবির প্রকাশিত বই ‘এশিয়ার সমৃদ্ধির যাত্রা : নীতি, বাজার এবং প্রযুক্তি ৫০ বছরেরও বেশি’ এবং ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনোমিক করিডোর কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মনমোহন প্রকাশ।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test