E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাজোট সরকার থাকবে কি থাকবে না, সেটি খালেদা জিয়ার ইচ্ছায় নয়

২০১৪ আগস্ট ২৮ ২২:৫৮:০২
মহাজোট সরকার থাকবে কি থাকবে না, সেটি খালেদা জিয়ার ইচ্ছায় নয়

কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, “নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করুন। আন্দোলন তো দূরের কথা নিজে ও ছেলের দুর্নীতি ও খুনের মামলা থেকে নিজেদের কিভাবে বাঁচাবেন তার জন্য ব্যারিস্টার উকিল ধরুন।

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বিল-আমলা, গোয়াবাড়ীয়া ও আজমপুর দর্গাপাড়ায় শুভ গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী আরো বলেন, ইতিপুর্বে চার দলীয় জোট সরকার দেশকে রাত বাহিনী, রাস্তাঘাট কাদা ও ভাঙ্গাচোরা এবং বিদ্যুৎবিহীন করে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। মহাজোট সরকার ক্ষমতায় এসে জনগণের সকল দুঃখ দুর করেছে।


তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়া উপায়ান্তর না দেখে মিথ্যাচার করে জনগণকে সঠিক ইতিহাস থেকে সরিয়ে আনার অপচেষ্টা চালাচ্ছেন।


এ সময় খুনের পথ, চক্রান্তের পথ, ষড়যন্ত্রের পথ ও মিথ্যা ইতিহাস চর্চার পথ পরিহার করে বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের পথে আসার আহবান জানান। “তা না হলে তাকে (বেগম জিয়া) ইতিহাসের আস্তাকুঁড়ে যেতে হবে।


তথ্যমন্ত্রী বলেন, “মহাজোট সরকার থাকবে, না কি থাকবে না, সেটি খালেদা জিয়ার ইচ্ছায় নয়, ১৬ কোটি মানুষের ইচ্ছায় হবে। আমরা জনগণের সেবা করছি। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনার সঙ্গে জাসদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। “১৫ আগস্টের খুনের সঙ্গে খন্দকার মুশতাক ও জিয়াউর রহমান জড়িত। সেখানে আওয়ামীলীগ বা জাসদের কোনো সম্পর্ক নেই।


এ সময় জেলা জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক হামিদুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগাঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, সদরপুর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল হক রবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাইজাল হোসেন, নবনির্বাচিত চেয়ারম্যান নিয়াত আলী লালু মাস্টার, আমলা ইউপির সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, ডিজিএম রঙ্গলাল কর্মকার, সদরপুর ইউপি আ’লীগের সভাপতি আবু বক্কর চৌধুরী, আমলা ইউপি আ’লীগের সভাপতি একলীমুর রেজা সাবান জোয়ার্দ্দার, আ’লীগ নেতা আজম আলী, আমলা ইউপি সদস্য সিদ্দিক আলী প্রমুখ। এর আগে দুপুরে মন্ত্রী মিরপুর উপজেলা কৃষি অফিসে কুষি উপকরন সহায়তা কার্ড বিতরন, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে নবীন বরন এবং মহিষাখোলা এস এম বালিকা বিদ্যালয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

(কেকে/এএস/আগস্ট ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test