E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর

২০১৪ সেপ্টেম্বর ০১ ১২:১৪:৩৫
মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ অক্টোবর

স্টাফ রিপোর্টার : অর্থ পাচার মামলায় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ  হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫অক্টোবর ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ দিন ধার্য করেন।

ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত সাড়ে নয় কোটি টাকা যুক্তরাজ্যে পাচার করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ড. খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইন পরিপন্থী কাজ করেছেন।

তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথনামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে ৮লাখ ৪হাজার ১৪২.৪৩ব্রিটিশ পাউন্ড (হিসাব নং- ১০৮৪৯২) জমা করেন। বাংলাদেশি মুদ্রায় ৯কোটি ৫৩লাখ ৯৫হাজার ৩৮১টাকা হয়।

ড. খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ওই টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় চলতি বছরের ৬ জানুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। ১৪ আগস্ট ২০১৪তারিখে দুদকের পরিচালক নাসিম আনোয়ার তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test