E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমুদ্র সম্পদ কাজে লাগান : প্রধানমন্ত্রী

২০১৪ সেপ্টেম্বর ০১ ১২:৩৪:১৮
সমুদ্র সম্পদ কাজে লাগান : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১১টায় ‘ইন্টারন্যানাশলাল ওয়ার্কশপ: ব্লু-ইকোনমি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতি কর্মশালা উদ্বোধনের সময় এ আহ্বান জানান তিনি। বাংলাদেশসহ ২০টি দেশের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নিচ্ছে।

বাংলাদেশের একক প্রচেষ্টাতেই এ কর্মশালার আয়োজন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড আমাদের সামনে উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারে। ’

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সাইফুল হক এবং নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান প্রমুখ।

কর্মশালায় অংশ নিচ্ছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, সুইডেন, ওমান, ভারত, ইরান, কেনিয়া, তাঞ্জানিয়া, মরিশাস, কোরিয়া, সিসেল, নেদারল্যান্ডস, ফিলিপাইনস ও থাইল্যান্ড।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test