E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উখিয়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বহিষ্কার

২০১৪ সেপ্টেম্বর ০২ ১১:৫৭:৩৬
উখিয়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বহিষ্কার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রালয়।

রবিবার রাতে ৮ টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, উখিয়া উপজেলার চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী উখিয়ার বৌদ্ধ মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার চার্জশিট ভুক্ত আসামী। ইতিমধ্যে এ মামলার চার্জ গঠণ করেছে আদালত। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। এর পরের দিন ৩০ সেপ্টেম্বর উখিয়া উপজেলায়ও একই ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় উখিয়া উপজেলার চেয়ারম্যান ও উখিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাংগঠণিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী চার্জশিট ভুক্ত আসামী।

এদিকে এ ঘটনার প্রতিবাদে তাদের সমর্থক উখিয়া-টেকনাফ সড়কে ব্যারিকেড় দিয়ে যানবাহন ভাংচুর করে।

(টিটি/এইচআর/সেপ্টেম্বের ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test