E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেলমন্ত্রীর বিয়ের খবরে খুশী প্রধানমন্ত্রী !

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৮:০৯:১২
রেলমন্ত্রীর বিয়ের খবরে খুশী প্রধানমন্ত্রী !

কুমিল্লা থেকে হুমায়ূন কবির জীবন : কুমিল্লা গণমানুষের নেতা ও চৌদ্দগ্রাম উপজেলার কৃতী সন্তান কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব বিয়ে করতে যাচ্ছেন। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে করার কথা রয়েছে। রেলমন্ত্রী বিয়ে করার খবরে কুমিল্লা জেলা ও চৌদ্দগ্রামে নেতাকর্মী ও সর্বস্তরের আলোচনার ঝড় ওঠেছে। অবশেষে বৈবাহিক জীবনে প্রবেশ করছেন তিনি।

তার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, বিয়েকে ঘিরে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব তিনি গতকাল সকালে জাতীয় সংসদে এলডি হল দু’দিনের জন্য বরাদ্দ নিয়েছেন। ডিসেম্বরের ৫ তারিখ কুমিল্লা ও চৌদ্দগ্রামবাসীর জন্য, ৬ তারিখ ঢাকার বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ নেয়া হয়েছে বলে জানা যায়। কনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

তবে নির্ভরযোগ্য সূত্র জানায়, কনের বাড়ি কুমিল্লায়। কনে মাস্টার্স ও ল পাস। বর্তমানে কন্যা পরিবারসহ ঢাকায় বসবাস করছেন।

এদিকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেইসবুকে তার বিয়ের খবরটি প্রকাশ হলে আলোচনার ঝড়ে কুমিল্লায় টক অব দ্য টাউনে পরিণত হয়। তার সিদ্ধান্তকে সবাই সাধুবাদ জানিয়ে দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করতে তার শুভাকাঙ্ক্ষিরা আহবান করেছেন।

তবে অন্য একটি সূত্রে জানা গেছে, মন্ত্রী মুজিবুল হকের বিয়ের কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়েছেন। তিনিও মন্ত্রীকে যথাসময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বলেছেন।

এ বিষয়ে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব উত্তরাধিকার ৭১কে জানান, বিয়ের বিষয়ে যা জানা গেছে তা সত্য। কবে বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সম্ভাব্য তারিখ আগামী ডিসেম্বর মাসে। পাত্রীর নাম পরিচয় জানতে চাইলে মন্ত্রী বলেন, এখন জানা যাবে না। সময় হলে সবাইকে জানাবো। অপেক্ষায় থাকো।

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব। তিনি দু’বার জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেছেন। আগে দু’বার মন্ত্রী ছিলেন। বর্তমানে সরকারের রেলপথমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন। চৌদ্দগ্রাম উপজেলা থেকে ৩বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। বর্তমানে তার বয়স ৬৭ বছর।

রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের বিয়ের খবর শুনে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মন্ত্রী মহোদয় একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই। রেলমন্ত্রীর বিয়ের খবর শুনে আমরা আনন্দিত।

গত মহাজোট সরকারের আমলে রেলমন্ত্রী একবার, দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের রেলমন্ত্রী ও ধর্মমন্ত্রী একবার, বর্তমান সরকারের রেলমন্ত্রী হিসেবে রয়েছেন।

(এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test