E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাষা সৈনিক মতিনের অবস্থা এখনও অপরিবর্তিত

২০১৪ সেপ্টেম্বর ০৫ ১১:২৮:৩৭
ভাষা সৈনিক মতিনের অবস্থা এখনও অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার : ভাষা সৈনিক আবদুল মতিনের অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। শুক্রবার সকালে সাড়ে ১০টায় এ তথ্য জানান তার সহধর্মিণী গুলবদন নেসা মনিকা।

তিনি বলেন, ‘ওনার অবস্থা আগের মতোই। চিকিৎসকরা আশাবাদী তার অবস্থার উন্নতি হতে পারে, আবার না হওয়ারও আশঙ্কা রয়েছে।’

ভাষা মতিনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, ‘তার শারীরিক অবস্থা এখনও আগের মতোই। রক্তচাপ, হৃদস্পন্দন ও ডায়বেটিস স্বাভাবিক রয়েছে। এই অবস্থা থাকতে থাকতে উন্নতি করতে পারে। তবে অবনতি হওয়ারও আশঙ্কা রয়েছে।’

প্রসঙ্গত, ২৫ আগস্ট সোমবার মোহাম্মদপুরে নিজ বাসায় স্ট্রোক করলে আবদুল মতিনকে প্রথমে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার তাকে বিএসএমএমইউতে আনা হয়। সেখানেই ২৭ আগস্ট তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়।

তার চিকিৎসার সকল ব্যয়ভার সরকার বহন করছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test