E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে আরো ২০ হাজার ফ্ল্যাট করতে যাচ্ছে রাজউক

২০১৪ সেপ্টেম্বর ০৫ ১৫:২৯:১৯
রাজধানীতে আরো ২০ হাজার ফ্ল্যাট করতে যাচ্ছে রাজউক

স্টাফ রিপোর্টার : রাজধানীর আবাসন সংকট নিরসনে দেশের স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য রাজধানীর উত্তরায ২১৪.৪৪ একর জমিতে ১৬তলা বিশিষ্ট আরো চারটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণ করতে যাচ্ছে রাজউক।

এতে ২৪০টি ভবনে তিন ধরণের ২০ হাজার ১৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এখনো দাম নির্ধারণ করা হয়নি বা কীভাবে কারা এই ফ্ল্যাটের মালিক হবেন সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এ-টাইপ ফ্ল্যাট আকার হবে ১২৫০ বর্গফুটের। বি-টাইপ ফ্ল্যাটের আকার হবে ১০৫০ বর্গফুট এবং সি-টাইপ ফ্ল্যাটের আকার হবে ৮৫০টি।

এর মধ্যে এ-টাইপের ৭৯টি ভবনে ফ্ল্যাট হবে ৬ হাজার ৬৩৬টি।

বি-টাইপের ভবন সংখ্যা হবে ৮৬ টি এবং ফ্ল্যাট সংখ্যা হবে ৭ হাজার ২২৪টি।

সি-টাইপের ৭৫ টি ভবনে ফ্ল্যাট হবে ৬ হাজার ৩০০টি।

আগামী বরিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় এটি অনুমোদন দেয়া হবে।
গত ৪ সেপ্টেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত একটি সার সংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সার-সংক্ষেপে বলা হয়েছে, সুষ্ঠু ও পরিকল্পিত নগরায়নের মাধ্যমে ঢাকা মহানগরীর আবাসন সমস্যা সমাধানের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে নিম্ন ও মধ্যম আযের মানুষের কথা মাথায় রোখে অ্যাপার্টমেন্ট প্রকল্পটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি ২০১১ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন দেয়া হয়।

এর আগে ২০০৮ সালে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যখন এটি অনুমোদন দেয় তখন প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছিল ২০১১ থেকে ২০১৬ সাল ।

নানা কারণে প্রকল্পের কাজ শুরু করতে না পারায় এটি নতুন করে মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে। মন্ত্রিসভা কমিটি নতুন করে মেয়াদকাল নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য দুইটি প্রতিষ্ঠানেকে দেয়ার সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে, প্রজেক্ট বিল্ডার্স লি:-মাসদ এন্ড কোম্পানি লি: জয়েন্ট ভেঞ্চার এবং জামাল এন্ড কোম্পানিকে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test