E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপগঞ্জের পোড়া কারখানায় তল্লাশি চলবে শনিবারও

২০২১ জুলাই ০৯ ২৩:৩৮:৩১
রূপগঞ্জের পোড়া কারখানায় তল্লাশি চলবে শনিবারও

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া কারখানার পাঁচ ও ছয় তলায় তল্লাশি চালিয়ে নতুন করে কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। শুক্রবার রাতে তল্লাশি শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এই ভবনে বের হওয়ার সিঁড়িগুলো বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। যার করণে শ্রমিকরা বের হতে পারেনি। আগামীকাল (১০ জুলাই) শেষ বারের মতো অভিযান চালানো হবে।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এই ভবন কারখানার পাশাপাশি স্টোর হিসেবে ব্যবহার করতো কর্তৃপক্ষ। ভবনের পাঁচ তলার ছাদ ও ছয় তলার ফ্লোর কিছুটা দেবে গেছে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার থেকে এখন পর্যন্ত ৫২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৪৯ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। উদ্ধার হওয়া মরদেহ ও স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি।

তবে ডিএনএ প্রফাইলিংয়ের মাধ্যমে মরদেহ শনাক্ত করতে ২১-৩০ দিন লাগবে বলে জানিয়েছে সিআইডি ফরেনসিক বিভাগ। আগামীকাল শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে ঢাকা মেডিকেল মর্গের সামনেই নমুনা সংগ্রহ করা হবে।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনে আটকাপড়ে নিখোঁজ হওয়া শ্রমিকদের উদ্ধারে দেরি হওয়ায় পুলিশ ও সাংবাদিকদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শুক্রবার বেলা ১১টার থেকে থেকে সাড়ে ১১টায় পর্যন্ত প্রায় আধা ঘণ্টা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ওপর এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে কারখানার প্রধান ফটকের সামনে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে তিনটি শর্টগান লুট করে। পরে দুটি উদ্ধার হলেও একটি এখনও উদ্ধার হয়নি।

রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যরা হলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, জেলার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন, পুলিশের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদপ্তরের জেলার একজন কর্মকর্তা।

(ওএস/এএস/জুলাই ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test