E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও, গ্রেফতার ৫

২০২১ আগস্ট ২৪ ১৩:৪৫:৫৯
জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটক ভিডিও, গ্রেফতার ৫

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : জাতীয় সঙ্গীতের ‘অবমাননার’ অভিযোগে ৫ তরুণকে আটক করেছে বগুড়া জেলা পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সারারাত বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. মিশকাত হোসেন (১৮), মো. নূর-ই-ইসলাম (২০), মে‌হেদী হাসান অন্তর (১৬), আলিফ আহ‌মেদ সুজন (২০), মো. আরিফ আলী (১৯)।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শর্ট-ভিডিও শেয়ারিং পোর্টাল "টিকটক"-এর মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করছে। সেই ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে। সংশ্লিষ্টদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য ভিডিওটি বগুড়া জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সে‌লিম রেজাকে পাঠিয়ে নির্দেশনা দেয় বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা নির্দেশনা পেয়ে এসআই জা‌কির আল আহসানের নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিমকে দায়িত্ব দেন। তারা সংশ্লিষ্টদের শনাক্ত করে সোমবার দিবাগত-রাতে অভিযান চা‌লি‌য়ে বগুড়া শহরের বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত পাঁচজনকে আটক করেন। আটককৃত‌দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।জানা যায়, অভিযুক্তরা মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের ব্যঙ্গ করে টিকটিক ভিডিও ধারণ করে অনলাইনে প্রচার করে।

উল্লেখ্য, জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সমূহের বিরু‌দ্ধে প্রচারণা ও প্রপাগান্ডা বা এসবের প্রতি কোনও অসম্মান ও অশ্রদ্ধায় আইনি ব্যবস্থা নিতে "দি বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার-১৯৭২" আইন রয়েছে। এছাড়া, কোনও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্তে ডিজিটাল নিরাপত্তা আইনে সুষ্পষ্ট বিধান রয়েছে।

(এআর/এএস/আগস্ট ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test