E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের সঙ্গে চিকিৎসক বিনিময় করবে বাংলাদেশ: নাসিম

২০১৪ সেপ্টেম্বর ০৯ ২১:২২:৫২
ভারতের সঙ্গে চিকিৎসক বিনিময় করবে বাংলাদেশ: নাসিম

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, ভারতের সঙ্গে বিশেষজ্ঞ ও চিকিৎসক বিনিময় করবে বাংলাদেশ।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান মন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, বৈঠকে দুই দেশের স্বাস্থ্যখাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, আমাদের উপমহাদেশে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি অনেক আগের। তবে ভারত এ বিষয়ে অনেক এগিয়ে রয়েছে। আমরা ভারতকে বলেছি, এখানেও অনেক চিকিৎসক রয়েছেন। যাতে করে ভারত ও বাংলাদেশ এ সব বিষয়ে অভিজ্ঞতা এবং চিকিৎসক আদান-প্রদান করতে পারে।

বিশেষজ্ঞ ও চিকিৎসক বিনিময় এবং স্বাস্থ্যখাতে একত্রে কাজ করতে দু’দেশ একমত হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, দরিদ্র মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ডের বিষয়ে সরকার কাজ শুরু করেছে। তবে এ ব্যাপারে ভারত বেশ এগিয়ে আছে। হেলথ কার্ড করার ক্ষেত্রে তাদের পরামর্শ নিয়ে ওই পদ্ধতি অনুসরণ করা হবে।

বৈঠকে দু’দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test