E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অডিটের নৈতিক মানদণ্ড বজায় রাখতে হবে: অর্থমন্ত্রী

২০১৪ সেপ্টেম্বর ১০ ০৮:৪৭:৫৬
অডিটের নৈতিক মানদণ্ড বজায় রাখতে হবে: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চার্টার্ড একাউন্টেডদের উদ্দেশ্যে করে বলেছেন, আপনাদের অডিট রিপোর্টের মূল্যায়ন আপনাদেরই করতে হবে। নিজেদের মূল্যায়ন করতে পারলে প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চত করবে যা জনগণ প্রত্যাশা করে।  এছাড়া অডিটের নৈতিক মানদণ্ডও বজায় রাখতে হবে।

মঙ্গলবার রাত ৮টায় সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০১৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রবৃদ্ধি অর্জনে হিসাববিদদের ভূমিকা : প্রেক্ষিত দক্ষিণ এশিয়া’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) সদস্য দেশ হিসেবে এ আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, আমি অবসরে যেতে চাইলেও পরিবেশ পরিস্থিতির চাপে যেতে পারছিনা। এই বয়সে ক্লান্তি এসে চেপে ধরেছে।

তিনি আরো বলেন, অডিটররা শুধু অডিট করে না। একটি প্রতিষ্ঠানের বিনিয়োগের স্বীকৃত অর্থ কোথায় ব্যবহার করবে তা ঘোষণাও দেয়। সেই অর্থ সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা তা যাচাই করাও দায়িত্ব একাউন্টেডদের বলে উল্লেখ করেন তিনি।

ঢাকায় অনুষ্ঠিত সাফা (সাউদ এশিয়া ফেডারেশন অব একাউন্টেস) আন্তর্জাতিক কনফারেন্সে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভূটান এবং আফগানিস্তান থেকে আগত প্রতিনিধিরা অংশ নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, কনফারেন্স কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খাঁন, সাউদ এশিয়া ফেডারেশন অব একাউন্টেস (সাফা) প্রেসিডেন্ট সিএ সুবোধ কুমার আগারওয়াল। সভাপতিত্ব করেন আইসিএবির সভাপতি শওকত হোসেইন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ঢাকায় বিআইসিসি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপি সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০১৪ এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দক্ষিণ এশিয়ার হিসাববিদদের আন্তর্জাতিক হিসাবমানে উন্নীত করণের জন্য ১৯৮৪ সালে এ প্রতিষ্ঠানটির জন্ম হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রগুলো হল ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং পর্যবেক্ষক সদস্য মালদ্বীপ, ভূটান ও আফগানিস্তান।

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test