E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের মানোন্নয়নের জন্যই

২০১৪ সেপ্টেম্বর ১০ ১১:৫২:০৮
সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের মানোন্নয়নের জন্যই

স্টাফ রিপোর্টার, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিকাশমান সম্প্রচার মাধ্যমকে একটি সুনির্দিষ্ট নিয়ম-নীতি অনুযায়ী পরিচালনা ও মান উন্নয়নের জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে।

সম্প্রচার নীতিমালার আলোকে শিগগিরই সম্প্রচার কমিশন গঠন করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রথম কোর্সের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকেই এই নীতিমালার বিরোধীতা করছেন। কিন্তু ‌আমরা জানি সারা বিশ্বেই সম্প্রচার মাধ্যম একটি নীতিমালার মাধ্যমে চলছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। একসময় সাংবাদিকদেরও দাবি ছিলো একটি নীতিমালা।

প্রধানমন্ত্রী বলেন, যারা এখন বিতর্ক তুলছেন তাদের জানা উচিত অধিকার পেতে হলে অন্যের অধিকারও সংরক্ষণ করতে হবে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বুধবার সকালে এই কোর্সের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, এই কোর্সের মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের ইতিহাসে একটি নতুন মাইলফলক সৃষ্টি হল।

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যান মরতুজা আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। অশ্লীল চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন এবং ভিডিও পাইরেসি বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ডিজিটাল আধুনিক সার্টিফিকেশন প্রথা চালুর উদ্যোগ নিয়েছে। চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন প্রণয়ন করেছে।

ডিজিটাল পদ্ধতিতে সিনেমা তৈরি ও সিনেমা হলগুলোতে সে সিনেমা যাতে চলতে পারে সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যেই অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test