E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন মূসক আইনে উঠতি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন

২০১৪ সেপ্টেম্বর ১০ ১৫:০৬:০৬
নতুন মূসক আইনে উঠতি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন

স্টাফ রিপোর্টার : নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন দ্বারা উঠতি ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনে করেন।

বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াস্র্ ইনস্টিটিউশন মিলনায়তনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন মূসক আইনে উঠতি ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বড় বড় ব্যবসায়ীরা এই আইন দ্বারা ক্ষতিগ্রস্ত নাও হতে পারেন। আমাদের অধিকাংশ উঠতি ব্যবসায়ী। তাদের কথা চিন্তা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘অনেক পণ্য রয়েছে যেগুলো শুল্কমুক্ত। কিন্তু চূড়ান্ত পণ্যের বেলায় ছোট ছোট ব্যবসায়ীকেও শুল্কমুক্ত পণ্যের ক্ষেত্রে ভ্যাট দিতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। তাই এসব বিষয় বিবেচনা করা দরকার।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ব্যবসায়ীদের ক্ষোভ থাকতে পারে। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। বর্তমানে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। তাই তাদের দাবির সঙ্গে আমিও একমত। নতুন মূসক আইন, ২০১২ কার্য্কর করার আগে একটি কমিটি করে ভালভাবে দেখে এটা কার্য্কর করতে হবে।’

নতুন মূসক আইন সম্পর্কে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘তবে আমার মনে হয় আইনটি ভাল। কিছু ধারা পরিবর্তন করলে এটি ভাল আইন হবে।’

তিনি বলেন, ‘আজ আমাদের দেশে ২২ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। তাই আইএমএফের নেতিবাচক পরামশ্র্ ও অথ্র্ নেওয়ার প্রয়োজন নেই।’

এনবিআর চেয়ারম্যান গোলোম হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, অথ্র্ উপদেষ্টা ড. মশিউর রহমান।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test