E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধ্যবর্তী নির্বাচন: সংবিধান অনুযায়ী চলবে ইসি

২০১৪ সেপ্টেম্বর ১০ ১৬:১৫:০৩
মধ্যবর্তী নির্বাচন: সংবিধান অনুযায়ী চলবে ইসি

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রতিনিধিরা পদত্যাগ করলে মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) সংবিধান অনুযায়ী চলবে বলে জানিয়েছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।

তিনি বলেছেন, “এক্ষেত্রে সংবিধানের ৫৭, ৫৮, ৬৫, ৭২, ১২৩ ও ১৪৮ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন চলবে।”

আজ বুধবার কুষ্টিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, কেউ যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে জন্য বিভিন্ন প্রচার চলছে ও সঠিক পথেই চলছে এ কার্যক্রম। আর কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, “যদি কেউ বাদ পড়ে তবে তিনি সার্ভার স্টেশনে গিয়ে ভোটার হতে পারবেন। শেষে স্বচ্ছ, নির্ভুল ও নির্মল একটি ভোটার তালিকা পাওয়া যাবে।”

কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ওপর অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কুষ্টিয়া বিজিবির ৪৭ বর্ডার গার্ডের কমান্ডার লে. কর্নেল আবুল কালাম আজাদ, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test