E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনগণ চাইলে হরতাল বন্ধে আইন হতে পারে: প্রধানমন্ত্রী

২০১৪ সেপ্টেম্বর ১০ ১৮:৩৭:৫৬
জনগণ চাইলে হরতাল বন্ধে আইন হতে পারে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “হরতাল কোন আন্দোলন হতে পারে না। তবে আইন করে এটি করা হবে কিনা এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। জনগণ যদি চায় এবং সকল সংসদ সদস্য যদি একমত হন তাহলে আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”

আজ বুধবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনেএম এ হান্নানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আইন দিয়ে সব কিছু করা যায় না। হরতাল, আন্দোলনের নামে আমরা বিভৎস্য ঘটনা দেখেছি। এ ক্ষেত্রে আমাদের জনমত সৃষ্টি করতে হবে।”

তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু হরতাল কোনো আন্দোলন হতে পারে না। জনগণকে এসব আন্দোলন প্রত্যাখ্যান করতে হবে।

লিখিত এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ইউএনডিপি এর মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ মানব উন্নয়নে এক ধাপ এগিয়ে রয়েছে। বর্তমানে ১৮টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এ সাফলতা অর্জন করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ সফলতার কৃতিত্ব বাংলাদেশের জনগণের। যা অর্জন হয়েছে তা তাদের কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। তাই সাফলতা/ব্যর্থতা মূল্যায়নের কাজটি জনগণের ওপরই ছেড়ে দিয়েছি। বর্তমান সরকারের বিগত মেয়াদে দেশের পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য রূপকল্প-২০২১ ঘোষণা করা হয়। সরকার সে লক্ষেই কাজ করে যাচ্ছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test