E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা পাবে একডোজ টিকা’

২০২১ অক্টোবর ০৩ ২০:১১:০৬
‘১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা পাবে একডোজ টিকা’

চাঁদপুর প্রতিনিধি : ১২ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীকে করোনার একডোজ টিকা দেওয়ার সুযোগ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একডোজ টিকার জন্য যেকোনো কেন্দ্রে যাওয়া যাবে না। এক্ষেত্রে হয়তোবা শুধু সিটি করপোরেশন অথবা নির্দিষ্ট কিছু কেন্দ্রে টিকা দেওয়া হবে। সেই টিকা কখন এবং কীভাবে দেওয়া হবে সে বিষয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে।

জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মতলব-২ সংসদীয় আসনের সংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জার ওয়াদুদ টিপু।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test