E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দলের পরীক্ষিতরাই পাবেন মনোনয়ন’

২০২১ অক্টোবর ০৩ ২০:২৬:১৬
‘দলের পরীক্ষিতরাই পাবেন মনোনয়ন’

টাঙ্গাইল প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নৌকা অত্যন্ত গৌরবের। নৌকা প্রতীক পেতে হলে প্রার্থীকে দলের আদর্শের প্রতি অনুগত, ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত হতে হবে। হঠাৎ দলে যোগ দিলেই কেউ নৌকার মনোনয়ন পাবে না।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনপ্রিয়তা, তৃণমূলের সিদ্ধান্তসহ নানা দিক বিবেচনা করে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হবে। এরপরও যদি কেউ ব্যক্তি স্বার্থে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয় তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

সভায় ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। এসময় ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test