E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হলে বঙ্গবন্ধু সেতুতে বন্ধ থাকবে গাড়ি

২০২১ নভেম্বর ২৫ ২৩:২৯:৩৪
দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হলে বঙ্গবন্ধু সেতুতে বন্ধ থাকবে গাড়ি

স্টাফ রিপোর্টার : আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম পাওয়া গেলে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এছাড়া কুয়াশার সময় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী সব যানবাহনের মালিক, চালক ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘন কুয়াশার কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সেতুতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সেতু এলাকায় স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম পাওয়া গেলে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এছাড়া কুয়াশার সময় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test