E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো পটুয়াখালী উৎসব

২০২১ ডিসেম্বর ০৪ ১৭:৩৭:৪৮
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো পটুয়াখালী উৎসব

স্টাফ রিপোর্টার : ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলাবাসীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো পটুয়াখালী উৎসব-২০২১, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা। ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে রাত অবধি জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)। 

সংগঠনের সভাপতি আ স ম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সি এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নূর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব শেখ মামুন অর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সুর্য, ডিআরইউ’র সভাপতি ও সাধারণ সম্পাদক, সাব এডিটরস কাউন্সিল এর সভাপতি ও সাধারণ সম্পাদক, অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক হরলাল রায় সাগর, বাংলাভিশনের বার্তা সম্পাদক বদরুল আমিন নাবিল, আকন আব্দুল মান্নান। উৎসব উপলক্ষে প্রকাশিত স্বরণিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। পিজেএফ সদস্যদের সন্তানদের মধ্যে কৃতী শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। ফোরামের সদস্যদের উপহার প্রদান, পরিবারবর্গ ও অতিথিদের নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

(বিজ্ঞপ্তি/এসপি/ডিসেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test