E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি সামাজিক সমতা ও ন্যায়বিচার’ 

২০২১ ডিসেম্বর ০৫ ১২:৩২:২৬
‘শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি সামাজিক সমতা ও ন্যায়বিচার’ 

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, সামাজিক সমতা ও ন্যায়বিচারই শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি। এর মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

রবিবার (৫ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব শান্তি সম্মেলনের এক প্যানেল সেশনে বক্তব্য রাখেন সায়মা ওয়াজেদ পুতুল।

প্যানেল সেশনে আলোচনায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে সায়মা ওয়াজেদ পুতুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সামাজিক সমতা, ন্যায়বিচার ও সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন। একইসঙ্গে তিনি সব সমস্যা সংলাপের মধ্য দিয়ে সমাধানে বিশ্বাসী ছিলেন। এর মধ্য দিয়েই তিনি শান্তির জন্য কাজ করে গেছেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

শনিবার ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে যোগ দিয়েছেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন। রবিবার এ সম্মেলন শেষ হবে।

(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test