E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমরা সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছিলাম’

২০১৪ সেপ্টেম্বর ১৭ ১৭:১৩:১৩
‘আমরা সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছিলাম’

শেরপুর প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান বলেছেন, আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড  উচ্চ আদালতেও বহাল থাকবে আশা করেছিলাম। কিন্ত তা হয়নি। উচ্চ আদালত যে রায়  দিয়েছেন সেটার ওপর মন্তব্য করার কোন কারণ নেই। উচ্চ আদালত যেটা ভালো মনে করেছেন, তাই করেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই উচ্চ আদালতের রায়ের বিষয়ে বলার কিছু নেই।

১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে শেরপুর সার্কিট হাউজে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শেরপুরের শ্রীবরদী উপজেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্তাধীন মামলাগুলোর অবস্থা সরেজমিনে দেখার পর বুধবার বিকেলে তিনি ঢাকায় ফিরে যান। এসময় সার্কিট হাউজের প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের পক্ষ থেকে আব্দুল হান্নানকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

তদন্ত সংস্থার সমন্বয়ক আরও বলেন, শেরপুরের শ্রীবরদীতে তদন্তাধীন মামলাগুলোর কি অবস্থা, সাক্ষ্য প্রমান কেমন পাওয়া যাবে সেগুলো খতিয়ে দেয়ার জন্যেই আমার আসা। এসময় তদন্ত সংস্থার উপ-পরিচালক মতিউর রহমান, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান, এনডিসি রাজীব কুমার সরকার উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান ও উপ-পরিচালক মতিয়ার রহমান শ্রীবরদী উপজেলা পরিষদের সুমেশ্বরী হলরুমে স্থানীয় প্রশাসন ও সুধীবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক, শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম এবং স্থানীয় মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধ মামলার সাক্ষী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জানানো হয়, শ্রীবরদী উপজেলার যুদ্ধাপরাধের অভিযোগে ৫টি মামলার মধ্যে ৪টি মামলার তদন্ত কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। খুব শ্রীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার অভিযোগপত্র দায়ের করা হবে।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test