E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘করোনা মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল’

২০২১ ডিসেম্বর ২২ ১১:২৮:০৪
‘করোনা মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল’

দিনাজপুর প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেল নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায়ও বাংলাদেশ বিশ্বে রোল মডেল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের বিরলে বহলা বধ্যভূমিতে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ এর পরিবেশনায় ‘জোনাকি পোকার গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নৌ প্রতিমন্ত্রী বলেন, করোনার আগে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, বাংলাদেশে কোটি কোটি মানুষ মারা যাবে। কিন্তু মহান আল্লাহর কৃপায় ও আমাদের প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই মহামারিকে মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আমরা দেশের জনগণকে নিরাপদ রাখতে সমর্থ হয়েছি। বঙ্গবন্ধুকন্যার যে পরিকল্পিত নেতৃত্ব, পরিকল্পিত স্বাস্থ্য ব্যবস্থা এবং জনগণের মাঝে তা ছড়িয়ে দেওয়ার যে ব্যবস্থাপনা; সেটা সফলতা লাভ করেছে।

তিনি বলেন, বাংলাদেশে করোনা মোকাবিলায় যে মডেল তৈরি হয়েছে, পৃথিবীর মানুষ তা এখন জানতে ও বুঝতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সমগ্র পৃথিবীর অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়েছে; তখন পৃথিবীর পাঁচটি অগ্রসরমান অর্থনীতির একটি বাংলাদেশ। বিশ্বজুড়ে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্ব তাক লাগিয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, এই বাংলাদেশ হবে ডিজিটাল। ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না। মধ্যম আয়ের দেশ হবে, উন্নত দেশ হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দারিদ্র্যকে জয় করেছি। স্বল্পোন্নত দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি।

বেগম খালেদা জিয়াকে ‘নারী মুক্তিযোদ্ধা’ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন বলে মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, অনর্গল মিথ্যা কথা বলার কারণে মির্জা ফখরুলকে এখন সবাই ‘মিথ্যা ফখরুল’ বলে।

ফখরুলের প্রতি প্রশ্ন রেখে খালিদ মাহমুদ বলেন, তাহলে কি মির্জা ফখরুল আপনি জানজুয়ার সেই চিঠি পড়েননি? জানজুয়ার মৃত্যুর পর খালেদা জিয়া সব প্রটোকল ভেঙে কীভাবে শোকবার্তা পাঠিয়েছিল! তারপরও আপনি কীভাবে বলেন, কীভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেন? দেশের মুক্তিযোদ্ধারা এ ধরনের মিথ্যাচার মেনে নেবে না।

দিনাজপুর শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, বিজরা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী খান লাকী।


(ওএস/এএস/ডিসেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test