E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের অনিয়ম-দুর্নীতি তদন্তে মন্ত্রণালয়ের কমিটি

২০২২ জানুয়ারি ১১ ২২:৩৩:২০
গাজীপুরে বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের অনিয়ম-দুর্নীতি তদন্তে মন্ত্রণালয়ের কমিটি

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের নানা অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার গাজীপুরে যান। মঙ্গলবার (১১ জানুয়ারি)কমিটি গঠনের পর প্রথম তারা গাজীপুরে যান।

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সময়ে ক্ষতিপূরণ না দিয়ে রাস্তা-ড্রেন নির্মাণ ও প্রশস্ত করণে ফলে ক্ষতিগ্রস্তদের অভিযোগসহ নানা অনিয়মের তথ্য নিতে তারা মঙ্গলবার সিটি করপোরেশনের মীরের বাজার, বিন্দান হাইস্কুল হয়ে নারয়নকুল পর্যন্ত নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

এছাড়া টঙ্গীর ইজতেমা ময়দান এলাকায় কাজের অনিয়মের তথ্য সংগ্রহ করেন। বিকেলে তারা নগরভবনে গিয়ে ওইসব কাজের নথি ও কাগজপত্র তলব করেন এবং সংগ্রহ করেন।

এসময় তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) মোস্তাকীম বিল্লাহ ফারুকী, যুগ্মসচিব অনুপম বড়ুয়া ও উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. আমিনুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে টেন্ডারবাজি, অযৌক্তিক লোকবল নিয়োগ করার পাশাপাশি বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে এবং একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২৫ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে গাজীপুর সিটির প্যানেল মেয়র মো. আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়। এছাড়া তার অনিয়ম-দুর্নীতি তদন্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করা হয়।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধের বীর শহিদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য রাখার অভিযোগ গত ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে জাহাঙ্গীরকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে আওয়ামী লীগ।

(এআরএস/এএস/জানুয়ারি ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test