E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সচিবালয়ে হরতালের প্রভাব নেই

২০১৪ সেপ্টেম্বর ২২ ১২:৪০:২৪
সচিবালয়ে হরতালের প্রভাব নেই

স্টাফ রিপোর্টার : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের কাজকর্মে। নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়িও চোখে পড়েনি।

তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা গত দুই হরতালের প্রথম দিন বৃহস্পতিবার সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ছিল। তবে ওই হরতালেও সচিবালয় ছিল স্বাভাবিক।

প্রধানমন্ত্রী দেশে না থাকায় সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসছে না সোমবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্ক গেছেন।

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু ‍মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।

দুপুর ১টায় মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের চিংড়ি ও দুগ্ধ উৎপাদন কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কর্মসূচি নির্ধারিত রয়েছে।

সচিবালয়ের সামনে আবদুল গণি রোডে গাড়ি চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। গত বছরের হরতালের সময়ে এ রাস্তাটির একাংশ বন্ধ করে দেওয়া হতো।

মন্ত্রিসভা বৈঠকের কারণে সচিবালয়ে সোমবার দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না। এজন্য এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি দর্শনার্থী অপেক্ষা কক্ষ দর্শনার্থী শূন্য দেখা গেছে। সচিবালয়ের লিফটগুলোর সামনেও ভিড় দেখা যায়নি। তবে সচিবালয়ে গাড়ির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় একটু কম।

এর আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আজীবন কারাদণ্ড রায়ের বিরুদ্ধে গত ১৮ ও ২১ সেপ্টেম্বর হরতাল পালন করে সংগঠনটি।

তবে, গত ১২ জা্নুয়ারি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটাই বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রথম হরতাল। বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদকে দেওয়ার প্রতিবাদে এ হরতাল ডেকেছে জোটটি।
(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test