E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বাংলাদেশের জনগণ পরিশ্রমী ও সৃষ্টিশীল’

২০১৪ সেপ্টেম্বর ২৩ ১৭:০০:০০
‘বাংলাদেশের জনগণ পরিশ্রমী ও সৃষ্টিশীল’

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ১৬ কোটি মানুষের শ্রম, চেষ্টা ও সৃজনশীলতা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করছে। তিনি আজ দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকেরহাট এলাকায় হাসনা হস্ত্রশিল্প মেলা পরিদর্শনকালে এসব কথা বলেন। স্থানীয় নারী সংস্থা আয়োজিত মেলায় মোস্তাক দিয়ে গ্রামীণ নারীদের তৈরি নকশি চাটাইসহ বিভিন্ন কারুপণ্য দেখে প্রশংশা করেন মজিনা।

কারুশিল্পীদের উদ্দেশে মজিনা বলেন, ‘আমি এখানে এসে অত্যন্ত মুগ্ধ হয়েছি। কারণ আপনারা এখানে একটা দারুণ শিল্পকর্ম তৈরি করেছেন।

এতে বোঝা যাচ্ছে বাংলাদেশের জনগণ কতটা পরিশ্রমী ও সৃষ্টিশীল। আপনারা সবাই মিলে সবাই মিলে কাজ করে এমন বাংলাদেশ গড়ে তুলছেন যেখানে সবাই তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা রয়েছে। সবাই তাদের পরিবারের সদস্যদেরকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার, স্বাস্থ্য পরিচর্যা ও মানসম্মত শিক্ষা দিতে পারেন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বক্তব্য রাখেন।

এরপর মার্কিন রাষ্ট্রদূত উপজেলা সদর বসুরহাটে জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের অন্যতম বৈশিষ্ট। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সব ধর্মেও মানুষ শান্তিতে বসবাস করে। এটাই বাংলাদেশের ঐতিহ্য। এটি এই দেশের একটা বড় শক্তি।

(জেএইচবি/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৪)


পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test