E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইপি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হবে: আইজিপি

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৬:১৮:১৬
আইপি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হবে: আইজিপি

গাজীপুর প্রতিনিধি : আইপি ক্যামেরার মাধ্যমে শুধু যানজট নিয়ন্ত্রণ নয়, পাশাপাশি এই প্রযুক্তি ব্যবহার করে মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

বুধবার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কে আইপি ক্যামেরা স্থাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, "আসন্ন দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়, পথচারীর সংখ্যা বেড়ে যায়, ঠিক এমন মুহূর্তে আমরা প্রযুক্তি নির্ভর হওয়ার চেষ্টা করছি। কারণ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের প্রতিবন্ধকতাগুলো অনেক কমিয়ে আনতে পারবো।"

ঈদুল আজহা ও দুর্গাপূজায় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া, বাইপাইল, কবীরপুর ও চন্দ্রায় আইপি (ইন্টারনেট প্রটোকল) ক্যামেরা বসানো হয়েছে।

প্রাথমিকভাবে ১০টি পয়েন্টে মোট ৪০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি স্পটে আইপি ক্যামেরা স্থাপনে খরচ পড়েছে দুই লাখ টাকা।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পুলিশ সদর দফতর থেকে এসব ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে। এর সাহায্যে পুরো সড়কের চিত্র দেখা যাবে। এর ফলে এসব সড়কে যানজট সৃষ্টি হলে অথবা যানজটের পরিস্থিতি তৈরি হলে সেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া যাবে। মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন কি-না এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে কি-না তাও কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test