E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু

২০১৪ সেপ্টেম্বর ২৬ ১২:১৪:১০
কুমিল্লায় পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত কূপ থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, প্রাথমিকভাবে এ কূপ হতে দৈনিক ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানি বাপেক্স কূপটি ওয়ার্কওভার করেছে। পবিত্র ঈদুল আজহার আগেই এ গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে দেয়া সম্ভব বলে জানা গেছে। ফলে কুমিল্লা ও চট্টগ্রামে অঞ্চলে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

তবে পরিত্যক্ত গ্যাস ক্ষেত্রগুলো ওয়ার্কওভারের মাধ্যমে গ্যাস উত্তোলনের লক্ষ্যে পেট্রোবাংলার নেয়া পরিকল্পনার অংশ হিসেবে বাখরাবাদ পাঁচ নম্বর কূপ থেকে এ গ্যাস উত্তোলন শুরু হলো।

(ওএস/এনডি/সেপ্টেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test