E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

২০১৪ অক্টোবর ০২ ০৮:৪৯:৩৬
দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অব্যাহতি এবং জালিয়াতি করে মুক্তিযোদ্ধার সনদ নেয়ায় চার সচিবের বিরুদ্ধে ব্যবস্থা।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দেশে ফিরছেন। বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের ৬৯তম সাধারণ সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে বুধবার লন্ডনে যাত্রাবিরতি করছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সিলেট হয়ে ঢাকা পৌঁছানোর খবর তথ্য বিবরণীর মাধ্যমে দেয়া হয়েছে।

উল্লেখ, গত সোমবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে হজ, তাবলিগ এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বক্তব্য দেওয়ায় সমালোচনার ঝড় উঠে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে।

অপরদিকে, জালিয়াতি করে মুক্তিযোদ্ধার সনদ নেয়ায় গত ২২ সেসেপ্টম্বর তিনজন সচিব ও একজন যুগ্ম-সচিবের নামে প্রকাশিত মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে আদেশ জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি), স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।

আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান) গেজেট স্থগিত করা হয়।

ওই দিনই চার সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়।

(ওএস/অ/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test