E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শুধু মন্ত্রিসভা নয়, লতিফ সিদ্দিকীকে দল থেকেও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত’

২০১৪ অক্টোবর ০২ ১৬:১৬:১৬
‘শুধু মন্ত্রিসভা নয়, লতিফ সিদ্দিকীকে দল থেকেও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ধর্ম নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে আমি নিজেও মর্মাহত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য তাকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে সিলেট ওসমানী বিমানবন্দরে থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে দলীয় নেতারা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রী সাংগঠনিক ব্যাপারে আলাদা কথাবার্তা বলেছেন।

মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলেছেন লতিফ সিদ্দিকী। এ জন্য প্রধানমন্ত্রী মর্মাহত। এজন্য প্রধানমন্ত্রী দেশের বাইরে বসেই মন্ত্রিত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে দলীয়ভাবেও দলের সব ধরনের পদ থেকে সরানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন কামরান বলেন, ‘এক ঘণ্টার যাত্রা বিরতীতে প্রধানমন্ত্রী বলেছেন- ‘তোমাদের সিলেটের জন্য আলাদা একটি টান রয়েছে। যার জন্য সব যাত্রীকে নিয়ে সরাসরি সিলেটে আসলাম।’

এখানে প্রধানমন্ত্রী স্পষ্টই বলেছেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অত্যন্ত জোরালো পদক্ষেপ নিচ্ছেন। এরপর থেকে দলের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা থাকবে না এ ব্যাপারে তিনি অনড়।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, সাংগঠনিক ব্যাপারে নেত্রী আমাদের সবসময় যে কথা বলে থাকেন, আজও তা বলেছেন। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরেছি। এতে নেত্রী সন্তোষ প্রকাশ করেছেন।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় লন্ডন থেকে বিজি-০১৬ ফ্লাইটযোগে সরাসারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test