E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তীব্র প্রতিবাদ আবীর আহাদের

২০২২ জুন ৩০ ১৪:৫৮:১৩
নড়াইলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তীব্র প্রতিবাদ আবীর আহাদের

স্টাফ রিপোর্টার : সম্প্রতি নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে আবীর আহাদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এমন অমানবিক ও অবমাননাকর ঘটনা সংঘটিত হওয়ায় আরও বেশি উদ্বেগজনক। এধরনের ঘটনার মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে চরমভাবে ভুলুন্ঠিত করা হয়েছে যা দেশকে এক ন্যক্কারজনক নৈরাজ্যের দিকে ধাবিত করেছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হৃদয় মণ্ডল, আমোদিনী পাল, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শিক্ষকদের কথিত ধর্ম অবমাননার দায়ে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনা প্রতিরোধে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে আরও দায়িত্বশীল কার্যকর ব্যবস্থা নিতে হবে। সব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের প্রতি তিনি দাবি জানান।

(এ/এসপি/জুন ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test